দেশজুড়ে

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ আটক ৪

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ ৪জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরের বীরপুর ও হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আমেনা বেগম।আটকরা হলো- বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে মিনহাজুল আবেদীন রিজভী (২৪), হাজীপুর ইউনিয়নের মৌলভীপাড়ার আলী ইমানের ছেলে আমির হোসেন (২২), সওদাগর পাড়ার মো. শাহজাহান শেখের ছেলে মুন্না (২২) ও রুস্তম আলীর ছেলে আ. রশিদ মিয়া (২৯)। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাতে অবৈধ অস্ত্র দ্বারা বড় ধরনের অপরাধ সংগঠনের পরিকল্পনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফারের নেতৃত্বে তার টিম শহরের বীরপুর এলাকায় মিনহাজুল আবেদীন রিজভীর বাড়িতে অভিযান চালায়। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনহাজ গোয়েন্দা পুলিশের উপর গুলি ছোড়ার চেষ্টা করলে তাকে কৌশলে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, পিস্তলের ৩ রাউন্ড গুলি ও রিভলবারের ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হাজিপুর ইউনিয়নের মৌলভীপাড়ার জনৈক মো. মুন্নার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে আমির হোসেন, মুন্না ও আব্দুর রশিদ মিয়া নামে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, আটক অস্ত্র ব্যবসায়ীরা নরসিংদী শহরে বিভিন্ন অপরাধ সংগঠনের জন্য অস্ত্র ভাড়া ও বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে দুইটি পৃথক মামলা করা হয়েছে।সঞ্জিত সাহা/এসএস/এবিএস