দেশজুড়ে

বগুড়ায় ছাদ ধসে নিহত ১

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রাবাসের বর্ধিত অংশের ছাদের ঢালাই ধসে একজন শ্রমিক নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদরের ঠেঙ্গামারা এলাকায় মেডিকেল কলেজ চত্বরে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, টিএমএসএস মেডিকেল কলেজের বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য নির্মাণ করা ৯তলা ছাত্রাবাসের বর্ধিত অংশের ঢালাই কাজ চলছিল। সোমবার সন্ধ্যার দিকে ঢালাই কাজ শেষ পর্যায়ে সাটারিংসহ সেটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল মোমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক মারা যান। এসময় আহত হন আরো ১০ জন শ্রমিক। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঢালায়ের নিচে চাপা পড়া হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের মধ্যে সাতজনকে টিএমএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।এআরএ/আরআইপি