জাতীয়

১০ লাখ করে টাকা পাবেন দগ্ধরা

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে বোমা হামলায় দগ্ধদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার আলী লেলিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়, প্রাথমিক পর্যায়ে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৬৩ জন দগ্ধ নারী-পুরুষকে এ অর্থ দেয়ার জন্য বিবেচনা করা হয়েছে। পর্যাক্রমে যাছাই বাছাই শেষে দেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় ২০ দলীয় জোটের বোমা হামলায় দগ্ধদের ক্ষতিপূরণ হিসেবে পারিবারিক এ সঞ্চয়পত্র দেয়া হবে।এ ক্ষতিপূরণ পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে সরকারি কোষাগারে রেখে প্রতিমাসে ১০ হাজার টাকা করে ওইসব ভুক্তভোগী ব্যক্তিকে দেয়া হবে। অগ্নিদগ্ধ ব্যক্তির অবর্তমানে তার পরিবারের সন্তানরা এ অর্থ ভোগ করবেন।আরএস/পিআর