দেশজুড়ে

যশোরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

হরতাল অবরোধের নামে সারাদেশে পেট্রল বোমা হামলায় মানুষ হত্যার প্রতিবাদে যশোরে বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।সোমবার সকালে প্রেসক্লাবের সামনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর পুলিশ লাইনস স্কুলের ব্যানারে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।এতে আরও অন্তত দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. আবদুস সাত্তারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে যশোর পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীরা স্কুলছাত্রী মাইশা নাহিয়ান ও তার বাবা নুরুজ্জামান পপলুর হত্যার বিচার দাবি এবং সারাদেশের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করে। এতে শহরের অন্তত দশটি স্কুলের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে।এমএএস/আরআই