পুলিশের মহাপরিদর্শকের অনুরোধ মেনে নিয়ে রাত ৯টার পর দূরপাল্লার যানবাহন না চালানোর বিষয়ে একমত হয়েছেন পরিবহন মালিকরা।সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পরিবহন মালিকদের এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এবং পরিবহন মালিকরা একথা জানান।তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান স্বাভাবিক নিয়মেই চলাচল করবে।গত ৬ জানুয়ারি থেকে চলে আসা বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে মহাসড়কে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এরইমধ্যে গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশলাইনে টেলিকম ভবনে বাস মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাত ৯টার পরে মহাসড়কে গাড়ি না চালাতে মালিকদের প্রতি আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।এমএএস/আরআই