ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত পরিচয়ের (ছয় মাস) এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরশহরের কাজীপাড়া মহল্লার একটি খোলা মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকাল ৬টার দিকে কাজীপাড়া মহল্লার একটি খোলা মাঠের ঘাসের উপর ওই শিশুটিকে কে বা কারা ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ওসি আরো জানান, অনেকেই শিশুটিকে নিতে চাইছে কিন্তু আমরা শিশুটিকে তার প্রকৃত বাবা-মায়ের হাতে তুলে দেবো। বর্তমানে শিশুটিকে সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে।আজিজুল সঞ্চয়/এসএস/পিআর