দেশজুড়ে

ইমাম ও মুয়াজ্জিন নিখোঁজ

বগুড়া শহরের কৈপাড়া এলাকার বারিধারা জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।  নিখোঁজরা হলেন, বারিধারা জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ (৪৫) এবং মুয়াজ্জিন রমজান আলী (২৬)। তারা সম্পর্কে শ্বশুর-জামাই এবং সোনাতলা উপজেলার মহেশপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।স্থানীয়রা জানান, আব্দুল্লাহ পাঁচ বছর আগে থেকে ওই মসজিদে ইমামতি করেন। তিনি পরিবার পরিজন নিয়ে মসজিদের পাশেই একটি বাড়িতে বসবাস করেন। কিছুদিন আগে তার মেয়ে জামাই রমজান আলীও ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব নেন।বৃহস্পতিবার এশার নামাজের সময় ইমাম ও মুয়াজ্জিন দুইজনই মসজিদে ছিলেন। কিন্তুু নামাজ শেষ হয়ে গেলেও রাতে তারা বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিষয়টি রাতেই মসজিদ কমিটির সদস্যদের জানালে তারা মসজিদে গিয়ে তালাবন্দ দেখতে পান। নিখোঁজদের মোবাইল ফোনও রাত থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।বারিধারা জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা নির্বাহী সদস্য খন্দকার মামুন জানান, শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন পুলিশ ফাঁড়ি, সদর থানা ও আইন প্রয়োগকারী সংস্থার অফিসে খোঁজ খবর নেয়া হয়েছে। এছাড়াও তাদের গ্রামের বাড়ি এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও শুক্রবার দুপুর পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসলাম আলী জানান, অভিযোগ পাওয়ার পর খোঁজ নেয়া হচ্ছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে।লিমন বাসার/এফএ/এমএস