রোববার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সংগীতের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের ৫৭তম আসর। এবার গ্র্যামিতে চমক দেখিয়েছেন সংগীত তারকা বিয়ন্সে নোয়েলস। তিন তিনটি পুরস্কার তিনি জিতেছেন। স্বামী জে-জি’র সঙ্গে গাওয়া ‘ড্রাঙ্ক ইন লাভ’ গানের সুবাদে সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফরমেন্স, সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং এবং ‘অন দ্য রান ট্যুর: বিয়ন্সে অ্যান্ড জে-জি’র জন্য সেরা সারাউন্ড সাউন্ড অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছেন। এর মাধ্যমে ২০টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন বিয়ন্সে। এর বাইরে বছরের সেরা গান সেম স্মিথের ‘স্টে উইথ মি’, সেরা অ্যালবাম ফেস বিক-এর ‘মর্নিং ফেস’, সেরা নতুন শিল্পী সেম স্মিথ, সেরা পপ পারফরমেন্স ক্রিশ্চিনা এগুলিয়েরার ‘সে সামথিং’, সেরা রেপ পারফরমেন্স কেন্দ্রিক লামারের ‘আই’, সেরা রক অ্যালবাম এনিনেমের ‘দ্য মার্শাল মেথারস এলপি-২’, সেরা ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম অ্যাঞ্জেলিক কিডজোর ‘ইভ’, সেরা ডান্স রেকর্ডিং জেজ গ্লিনের ‘রেথার বি’, সেরা কান্ট্রি অ্যালবাম মিরান্ডা ল্যামবার্টের ‘প্ল্যাটিনাম’, সেরা অলটারনেটিভ রক অ্যালবাম এসটি ভিনসেন্টের ‘এসটি ভিনসেন্ট’, সেরা রক পারফরমেন্স জ্যাক হোয়াইটের ‘লাজারিট্টো’, সেরা আমেরিকান অ্যালবাম রোসান কেশের ‘দি রিভার এন্ড দ্য থ্রিড’, সেরা ফোক অ্যালবাম ‘ওল্ড ক্রো মেডিসিন শো’, সেরা মিউজিক ভিডিও ফেরেল উইলিয়ামসের ‘হ্যাপি’, সেরা মিউজিক অ্যালবাম স্টারডমের ‘২০ ফিট’। এছাড়া আরও কয়েকটি বিভাগে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আসর।এইচএন/আরআইপি