একুশে বইমেলা

গণিতের ছাত্র হলেও সাহিত্যের প্রতি টান অনুভব করি

এডিএম আব্বাস আল কোরেশী। নাম শুনে রাশভারী কারও চেহারা মনে পড়লেও এই নামটি কিন্তু টগবগে এক তরুণের। গণিত বিষয়ে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গণিতের ছাত্র হলেও সাহিত্যের প্রতি অনুরাগ তার কম নয়। বইমেলায় পছন্দের বইয়ের খোঁজে এক স্টল  থেকে আরেক স্টলে ঘুরছিলেন। তারই এক ফাঁকে কথা হয় জাগোনিউজের রবিউল ইসলাম পলাশের সঙ্গে-জাগোনিউজ              : বইমেলায় এসে কেমন লাগছে?আব্বাস আল কোরেশী  : খুবই ভালো লাগছে। আসলে প্রতিবছরই এই সময়টার জন্য অপেক্ষা করি। নতুন নতুন বইয়ের খোঁজ পাই। শুধু বইয়ের কারণেই ফেব্রুয়ারি মাসটা দারুণ কাটে।জাগোনিউজ              : আপনি কোথায় পড়ছেন?আব্বাস আল কোরেশী  : আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়ছি, সম্মান তৃতীয় বর্ষে। জাগোনিউজ              : গণিতের ছাত্র হয়েও সাহিত্যের প্রতি আপনার আকর্ষণ জন্মালো কীভাবে?আব্বাস আল কোরেশী  : আসলে আমাদের ভাষা এবং সাহিত্য দুটোই অনেক সমৃদ্ধ। তাই গণিতের ছাত্র হয়েও সাহিত্যের প্রতি আলাদা একটা টান অনুভব করি।জাগোনিউজ              : কোন ধরনের বই বেশি পড়তে ভালো লাগে?আব্বাস আল কোরেশী  : সব ধরণের বইই পড়তে ভালো লাগে।জাগোনিউজ              : এবারের মেলায় কি কি বই কিনলেন?আব্বাস আল কোরেশী  : বঙ্গবন্ধুর আত্মজীবনী, হূমায়ন আহমেদের হিমু, নীলপরী নিলাঞ্জনা, মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী।জাগোনিউজ              : আপনাকে ধন্যবাদ।আব্বাস আল কোরেশী  : জাগোনিউজ এবং জাগোনিউজ পরিবারের সবাইকে আমার ধন্যবাদ।এইচএন/আরআইপি