গাজীপুরে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের (৩৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, মঙ্গলবার সকালে আমবাগ পশ্চিমপাড়া এলাকার দুলাল মিয়া তার দোতলা ভবনের কাজ করার জন্য কোনাবাড়ী এলাকা থেকে ওই নির্মাণ শ্রমিককে নিয়ে যান। সকাল সাড়ে ৮টায় ভবনের রাজমিস্ত্রির সহযোগি হিসেবে কাজ করতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়ে।এএইচ/আরআই