দেশজুড়ে

আ.লীগের সম্মেলনকে ঘিরে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি

আসন্ন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বগুড়ার ১২টি উপজেলা ছাড়াও জেলা কমিটি, শহর ও সদর উপজেলা কমিটির এক হাজারেরও বেশি নেতাকর্মী এই সম্মেলনে অংশ নেবেন।বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি জানান, বগুড়া জেলায় কাউন্সিলরের সংখ্যা প্রায় দেড়শ। মোট জনসংখ্যার প্রতি ২৫ হাজারে একজন করে কাউন্সিলর নির্ধারণ হয়। এছাড়া ডেলিগেট সংখ্যা ৮০০’র বেশি। তারা সিদ্ধান্ত নিয়েছেন সকলেই বাসে ঢাকা যাবেন। এ কারণে আড়াই শতাধিক বাসের বহর প্রস্তুত রাখা হয়েছে। জেলার নেতারা ২০ অক্টোবর ঢাকায় রওনা হবেন। আর অন্যরা যাবেন ২১ অক্টোবর। সম্মেলন শেষে সবাই একইভাবে নিজ এলাকায় ফিরবেন।এআরএ/পিআর