দেশজুড়ে

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় রায়হান আলী (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার কোমরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়হান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে। রায়হান আলী একজন মোটর পরিবহন শ্রমিক ছিলেন। এদিকে, এ ঘটনার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌমাথা মোড়ের মায়ামনি হোটেলের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়লে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েন। পরে প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাস ও হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বগুড়া থেকে আসা গাইবান্ধাগামী ভাই-বন্ধু গাইবান্ধা পরিবহন নামে বাস গোবিন্দগঞ্জ আসে। এ সময় গোবিন্দগঞ্জ পরিবহন মালিক সমিতির লোকজন চৌমাথা মোড়ে বাসটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু বাসের চালক বেপরোয়া গতিতে বাস চালাতে থাকে। বাসটি কোমরপুর বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কের উপর থাকা শ্রমিক রায়হান আলী বাসটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু চালক রায়হানকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাই-বন্ধু গাইবান্ধা পরিবহনের মালিক ও চালক-হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। নিহত রায়হানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গাইবান্ধা-বগুড়া ও গাইবান্ধার সকল রুটে বাস চলাচল নিয়ে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিকের সঙ্গে গোবিন্দগঞ্জ পরিবহন মালিকের অভ্যন্তরীণ কোন্দল চলছিল। কোন্দলের জের ধরে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিহবন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।এসএস/এমএস