কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্হিবিভাগের সামনে থেকে আলী নুর টিপু (৫০) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলী নুর টিপু কুষ্টিয়ার শহরতলীর বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও নিহতের স্ত্রী নাজমুন নুর জানান, মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের একজন ফোন করে আলী নুর টিপুকে কুষ্টিয়ায় আসতে বলে। রাত ১০টার পর থেকে তার স্ত্রী ফোন করে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান লাভ করতে ব্যর্থ হয়। বুধবার সকালে কে বা কারা শিক্ষক আলী নূর টিপুর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্হিবিভাগের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ হাসপাতালের বর্হিবিভাগের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী নাজমুন নূর দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কৌশলে খুন করা হয়েছে। মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা পরিকল্পিতভাবে ওই শিক্ষককে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে হত্যাকারীরা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। আল-মামুন সাগর/এসএস/এমএস