নীলফামারীর প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন।বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নীলফামারী প্রতিনিধি নুরুল ইসলাম ২০১৫ সালের ১৪ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনের সময় মোটরসাইকেল দুর্ঘটনার পর স্ট্রোক করেন। এসময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় ভর্তি করা হলে ২৭ দিন পর মৃত্যুর সম্ভাবনা দিয়ে তাকে ফেরত পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে নীলফামারীর বাড়িতে প্রাথমিক পরিচর্যার পর তার জ্ঞান ফেরে। তিনি ফিজিও থেরাপি এবং নিউরোলজিস্টের চিকিৎসা করালেও দীর্ঘ এক বছরে সুস্থ হতে পারেননি।বর্তমানে তিনি কোমর থেকে পা পর্যন্ত বোধশক্তি হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় চিকিৎসার জন্য বিভিন্ন মহলে আবেদন করেও কোনো সুরাহা হয়নি। ফলে বিছানায় শুয়েই মৃত্যুর প্রহর গুনছেন এ প্রবীণ সাংবাদিক।চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসার জন্য ৮-১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এ টাকা ব্যয় করার সামর্থ্য তার পরিবারের নেই। তাই সমাজের বিত্তবান ও সুহৃদবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি সাহায্যের আকুতি জানিয়েছে নুরুল ইসলামের পরিবার।সাংবাদিক নুরুল ইসলামের সঙ্গে 01711968903 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া তার সহযোগিতায় 01916500645 (পার্সোনাল) নম্বরে বিকাশের মাধ্যমে অর্থ পাঠানো যাবে।নুরুল ইসলাম ১৯৬৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন দৈনিক আজাদ ও বাংলার বাণী পত্রিকার নীলফামারী জেলার নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করেন। নুরুল ইসলাম ১৯৮৬ সালে বাংলাদেশ টেলিভিশনের নীলফামারীর সংবাদদাতা হিসেবে নিয়োগ পান।জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি