মাদারীপুরে পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় নাজমা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী সুজাত বেপারী পলাতক রয়েছেন। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্বজন ও এলাকাবাসী জানায়, ১০ বছর আগে দক্ষিণ খাগছাড়া গ্রামের বেলাল কাজীর মেয়ে নাজমার সঙ্গে একই গ্রামের সুজাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুজাত অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টিতে নাজমা বাধা দিলে তার উপর শুরু হয় শারীরিক নির্যাতন। বুধবার বিকেলে সুজাত বেদম মারধর করে নাজমাকে বিষ খাইয়ে দেয়। পরে গুরুতর অবস্থায় নাজমাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজমার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে, এ ঘটনায় স্বামী সুজাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান, নাজমার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে। নাসিরুল হক/এফএ/এবিএস