দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় মসজিদের এক ঈমামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে নীলফামারীর জলঢাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বুধবার দুপুরে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। এ সময় স্কুলের ফটকের সামনে অপেক্ষমাণ ঈমাম মওলানা নুরুন্নবী ওই ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাবের মাধ্যমে উত্ত্যক্ত করতে থাকে। এর আগেও ওই ঈমাম ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেছিল। ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে শিক্ষকরা ঈমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।পরে ওই দিন রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান এ নিয়ে দীর্ঘ শুনানি করেন। সেখানে ঈমাম তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানায়, বৃহস্পতিবার সকালে ঈমামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি