কুষ্টিয়ায় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে আটক আনুমানিক তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুরে বিজিবি সেক্টরে আনুষ্ঠানিকভাবে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় হাতুড়ি দিয়ে ভেঙে ও আগুনে পুড়িয়ে আটক মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদব্যের মধ্যে প্রায় ১১ হাজার বোতল ফেনসিডিল, ৯ হাজার ৮শ ৭১ বোতল বিদেশি মদ, ১২২ কেজি গাঁজা, ৮৪ পিস ইয়াবাসহ প্রায় ৫ লাখ বিভিন্ন ধরনের ট্যাবলেট, ইনজেকশন ছিল। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত এসব মাদকদ্রব্য আটক করে বিজিবি। এসময় শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তাসহ সূধীজনদের সামনে মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান ও পুলিশ সুপার প্রলয় চিসিম। এছাড়াও মিরপুরসহ আশপাশের কয়েক উপজেলার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি এবং এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আল-মামুন সাগর/এফএ/এবিএস