গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোছা. সেলিনা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম ওই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ও একই গ্রামের আব্দুস ছালামের মেয়ে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সেলিনা বেগম নিজ ঘরের ভিতর বৈদ্যুতিক সুইচ বোর্ডে মুঠোফোনের চার্জারের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মারা যান। সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।এআরএ/পিআর