রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার নিজ গ্রামবাসী। শনিবার সকালে আমতলা স্কুলের সামনে ঘণ্টাব্যাপী আয়েজিত মানববন্ধনে স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করে।তারা অবিলম্বে লিপু হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান। লিপু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ডাইনিং রুমের পাশে নর্দমা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্নও পাওয়া যায়।আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস