দেশজুড়ে

গ্রাম-শহরে এখন নেই ডিজিটাল বৈষম্য

গ্রাম থেকে শহরে এখন সকলেই সমানভাবে তথ্যপ্রযুক্তির সুবিধা সমানভাবে ভোগ করছে। এখন আর শহর ও গ্রামে ডিজিটাল বৈষম্য নেই। শুধু তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই গ্রামের মানুষ এখন বিশ্ববাসীর সঙ্গে যুক্ত। শনিবার বেলা ১১টায় জেলা সার্কিট হাউস মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা বলেন, সরকার তথ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাড়ে চার হাজার ৫০টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছে। যা ডিজিটাল বাংলাদেশ অর্জনে ভূমিকা রেখেছে। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন টিএসবি সহকারী সম্পাদক প্রতীক মাহমুদ। সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি অজিত কুমার সরকার, বাসসের জেলা প্রতিনিধি অরুণ ব্যনার্জী, দেয়াড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জসীম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।আকরামুল ইসলাম/এআরএ/এবিএস