দেশজুড়ে

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী নিখোঁজ

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মাকছুদুর রহমান তোতা (২৪) নিখোঁজ। ছেলের সন্ধান চেয়ে শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন মা সাজিদা বেগম। লিখিত বক্তব্যে সদরের গড়েরকান্দা গ্রামের জুম্মান আলী সরদারের স্ত্রী সাজিদা বেগম বলেন, সাত মেয়ে ও তিন ছেলের মধ্যে ছোট মাকছুদুর রহমান তোতা। সে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাস করেছে।১৬ অক্টোবর বাড়ি থেকে এশার নামাজ পড়তে বাইরে যায়। এরপর থেকে ফোনে কল করলেও রিসিভ হয়নি। পরদিন থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-৭৯৫/১৬।তিনি আরো বলেন, তার ছেলের কোনো সাংগঠনিক যোগাযোগ নেই। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায়ও তার অংশগ্রহণ ছিল।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেদিন থেকে ছেলে নিখোঁজ সেদিন থেকেই তার কোনো ছবি বা পরিচয়পত্র পাওয়া যাচ্ছে না। এসময় তোতার বাবা জুম্মান আলী সরদার, ভাই ওহিদুল ইসলাম, ইদোল ইসলাম, বোন আছমা খাতুন ও ভগ্নিপতি ফারুখ হোসেন উপস্থিত ছিলেন।আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি