দেশজুড়ে

মোহনগঞ্জে লাঠির আঘাতে যুবকের মৃত্যু

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনায় প্রতিবেশীর লাঠির আঘাতে ঝুটন বণিক (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর এলাকায় ঝুটন বণিক ও বিজয় বর্মণ নামে দুজন তাদের পরিবার নিয়ে পাশাপাশি দুটি বাসায় ভাড়া থাকতো। দুপুরে ভিজা কাপড় বাসার আঙিনার তারে রোদে শুকাতে দেয়াকে কেন্দ্র করে নারীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের স্বামীরাও ঝগড়ায় জড়িয়ে পড়েন। এসময় বিজয় বর্মণ লাঠি দিয়ে ঝুটন বণিকের ওপর এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকেন। এতে ঝুটন বণিক মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়। মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।কামাল হোসাইন/এআরএ/পিআর