বিনোদন

পহেলা বৈশাখে আসছে তিশার মেন্টাল

পহেলা বৈশাখে প্রথমবারের মত বাণিজ্যিক ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভনেত্রী তিশা। শামীম আহমেদ পরিচালিত `মেন্টাল` ছবিটির মধ্য দিয়ে তিশার এই নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। ছবিটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এ প্রসঙ্গে তিশা বললেন, আমি এর আগেও চলচ্চিত্রে কাজ করেছি। তবে পুরোপুরি বা বণিজ্যিক ছবি বলতে যা বোঝায় সে হিসেবে এটাই আমার প্রথম বাণিজ্যিক ছবি। আশা করছি আমার যারা ভক্ত-দর্শক আছেন তারা ছাড়াও বাংলা চলচ্চিত্রের নিয়মিত দর্শকরাও ছবিটি দেখে বিনোদিত হবেন। উল্লেখ্য,`মেন্টাল` ছবিটিতে তিশা ও শাকিব খান ছাড়াও আরো অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল এবং জনপ্রিয় গায়িকা পড়শী। এছাড়া ছবিটির আইটেম সংগীতে পারফর্ম করেছেন জনপ্রিয় লাক্স তারকা মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ।এমএস/এআরএস