সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটকের পর পতকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট হস্তান্তর করেছে বিজিবি। রোববার বিকেল সাড়ে ৫টায় সীমান্তের বিপরীতে ভারতের তারালি বিএসএফ ক্যাম্পে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা হলেন, ভারতের শিব থানার মনোনহর মল্লিকপাড়ার শেখ রেজাউল করিমের ছেলে শেখ শহিদ (২৫) ও মেয়ে আফরোজা খাতুন (২২)।কলারোয়ার কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার ওমর ফারুক জানান, শনিবার রাতে সীমান্তের সোনাই নদী পাড় হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করা হয়েছিল। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়েছে। আকরামুল ইসলাম/এআরএ/এবিএস