অর্কের প্রথম কেমো দেওয়া হয়েছে ১১ অক্টোবর গ্রীণলাইফ হাসপাতালে। দ্বিতীয় কেমো দেওয়া হবে ২৮ অথবা ২৯ অক্টোবর। কেমো দেওয়ার পর একটু সুস্থ হলেই অর্ককে ভারতে পাঠানো হবে বলে জানান অর্কের বন্ধু শুভ সাহা।এছাড়া অর্কের বিভাগের ৪২তম আবর্তনের সিনিয়র ভাই আব্দুল জলিলের কাছে অর্কের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান, অর্কের পাসপোর্ট ও ভিসা করা হয়েছে। অর্কের পরিবার থেকে তার কাকা ও বিভাগ থেকে একজন সিনিয়র ভাইয়া তার সঙ্গে যাবে। কেমো দেওয়ার কারণে অর্ক শারীরিকভাবে এখন অনেক দুর্বল। অর্কের ক্যান্সারের আর কোনো টেস্ট করা হয়নি প্রথম টেস্টে অর্কের ক্যান্সার প্রথম পর্যায়ে ছিল। প্রত্যেকবার টেস্ট করাতে ৬৫ হাজার টাকার মতো খরচ হয় এজন্য অর্কের সহপাঠীরা মনে করছে যে একেবারে ভারতে গিয়েই পরবর্তী টেস্ট করানোই ভালো।অর্কের প্রথম ৬টি সাইকেলে ১২টি কেমো দেওয়া হবে আপাতত। পরবর্তীতে ডাক্তাররা আবার সিদ্ধান্ত নেবেন যে আর কোনো কেমো দেওয়া হবে কিনা।এ পর্যন্ত ২৮ লাখ ২৬ হাজার টাকার মতো যোগাড় হয়েছে। অর্কের বন্ধুরা পরবর্তী টাকা যোগাড়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান অর্কের সহপাঠীরা। হাফিজুর রহমান/এমএএস/পিআর