গাইবান্ধার গোবিন্দগঞ্জে মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. জহুরুল ইসলাম (৫৬) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ৯ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলামের বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামে। তিনি ওই গ্রামের শাফায়েত উল্যাহর ছেলে। স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে নান্নু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ৩০-৪০জন যাত্রী নিয়ে বগুড়া যাচ্ছিল। বাসটি গোবিন্দগঞ্জের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী জহুরুল ইসলামের মৃত্যু হয়। এছাড়া বাসে থাকা আরো ৯ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আতদের পরিচয় জানাতে পারেননি। এসএস/পিআর