বিনোদন

ভালবাসা দিবসে তাহসানের `এসোনা` (গান সহ)

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তাহসানের নতুন গান `এসোনা`। সুস্মিতা বিশ্বাস সাথীর কথায় ও প্রবাসী বাংলাদেশি সঙ্গীত পরিচালক নাগিব হকের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।একক এই গানটি শোনা যাবে অনলাইনে। আই টিউনস, ইটিউনস, মিলেবেল ও কেনেটিক মিউজিক স্টোরে। গানটি প্রযোজনা করেছে নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জাদুঘর।`এসোনা` গানটি সম্পর্কে সঙ্গীত পরিচালক নাগিব বলেন, `এই গানটি একেবারেই অন্য ধাঁচের। গানটিতে তাহসানকে নতুন করে খুঁজে পাবেন শ্রোতারা।`তিনি আরো বলেন, খুব শিগগিরই  মেহরীন, নাউমি, তাসিনসহ আরো বেশ কয়েকজন শিল্পীর একক গান মুক্তি পাবে।আরআই