দেশজুড়ে

ভৈরবে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

ভৈরবে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন নাটাল এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ওই যুবকের পেটে ছুরির ও শরীরে অন্যান্য স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তার বয়স আনুমানিক (২২) বছর হবে। অপরদিকে বিকেল সোয়া ৫টায় বাজারের কাঠপট্টি এলাকার মেঘনা নদীর পাড় থেকে আরো এক অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার মরদেহের হাত, পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে পুলিশ জানায়। ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি। আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস