দেশজুড়ে

কুষ্টিয়ার সড়ক দুর্ঘটনায় আলগামন চালক নিহত

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত পরিবহন ‘আলগামন’ চালক ইসমাইল হোসেন (৪২) নিহত হয়েছেন। শনিবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।  মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেরপুর থেকে কলা বোঝাই করে আলগামনটি কুষ্টিয়ায় যাচ্ছিল। মিরপুর বিজিবি সেক্টরের সামনে আলগামনটি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আলগামন চালক ইসমাইল হোসেন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কাজী জালাল উদ্দিন। আল-মামুন সাগর/এএম/এবিএস