দিনাজপুরের পার্বতীপুরের আলোচিত পাঁচ বছরের ধর্ষিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তার পর শিশুটির চিকিৎসাসহ যাবতীয় ব্যয় বহন করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।গণশিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকা পার্বতীপুরের জমিরহাট তকেয়াপাড়া গ্রামে গত ১৮ অক্টোবর ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।বিদেশে অবস্থান করায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পক্ষে গত বৃহস্পতিবার দুুপুরে তার একান্ত সচিব (পিএস) শেখ আতাহার হোসেন, এপিএস মির্জা আশরাফ হোসেনসহ কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ খবর ও শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেন। এ বিষয়ে শেখ আতাহার হোসেন বলেন, সরকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছে। এরপর মন্ত্রীর পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুটির সু-চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ব্যাপারে যেকোন ধরনের আর্থিক ব্যয় বহন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এছাড়া গণশিক্ষামন্ত্রী এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ঠদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রীর পিএস আতাহার হোসেন।গত ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে খেলতে যাওয়ার পর শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওদিন রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।পরে ১৯ অক্টোবর ভোর ৬টায় শিশুটিকে বাড়ির পাশের হলুদ খেত থেকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রংপুর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গত ২০ অক্টোবর শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তবে অপর আসামি আফজাল হোসেন কবিরাজকে (৪৮) এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।এমদাদুল হক মিলন/এএম/এমএস