দিনাজপুরের পার্বতীপুরে আলোচিত পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাছাইকৃত পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে টিম (সেল)। শনিবার সকাল থেকে দিনাজপুর পুলিশ লাইনসে জয়েন্ট ইন্টারগেশন সেলে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামানের তত্ত্বাবধানে সাত সদস্যের একটি দল অভিযুক্ত সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে।অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান জানান, পার্বতীপুর থানার পরিদর্শক (তদন্ত) বেলাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- সদর সার্কেলের সহকারী সুপার হাসানুজ্জামান মোল্লা, এসআই হারুনুর রশিদ, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক স্বপন কুমার চৌধুরী, দুজন কনস্টেবল ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন পরিদর্শক।পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি অবগত করা হবে। এর আগে কোনো কিছুই বলা যাবে না।অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান জানান, বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছি।উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে খেলতে যাওয়ার পর ওই শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওদিন রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।পরে ১৯ অক্টোবর ভোর ৬টায় শিশুটিকে বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গত ২০ অক্টোবর শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তবে অপর আসামি আফজাল হোসেন কবিরাজকে (৪৮) এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।এমদাদুল হক মিলন/এআরএ/এবিএস