রাজনীতি

খালেদা জিয়া মানুষের চেহারা বদলে দিচ্ছেন : নৌ-পরিবহন মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছিলেন ক্ষমতায় এলে দেশের মানুষের চেহারা বদলে দেবেন। কিন্তু, এর পরিবর্তে পেট্রল বোমা মেরে মানুষের চেহারা বদলে দিচ্ছেন।তিনি বলেন, খালেদা জিয়া গার্মেন্টস-রিকশা শ্রমিক, গাড়ি, চালক পুড়িয়েই শুধু হত্যা করেননি, তিনি কোরআন শরীফও পুড়িয়েছেন।নৌ-মন্ত্রী শাজাহান রোববার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ও মুন্সীগঞ্জের গজারিয়া রুটে মেঘনা-ধনাগোদা নদীতে ফেরি সার্ভিস চালুর জন্য স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন।এসময় উপস্থিত দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম বলেন, যে যতো কথাই বলুক না কেন, আগামী ২০১৯ সালের আগে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এসময় উপস্থিত ছিলেন ড. মো. শামসুল হক ভূঁইয়া এমপি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. শামসুদ্দোহা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মো. মনজুর আহমেদ মঞ্জু প্রমুখ।এমএএস/আরআই