দেশজুড়ে

গাইবান্ধায় ট্রলি খাদে পড়ে স্কুলছাত্র নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রলি খাদে পড়ে মো. মুন্না মিয়া (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।রোববার দুপুর ১২টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মুন্না মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের মো. নওশা আলমের ছেলে। স্থানীয়রা জানান, ঘোলদহ থেকে একটি বালুবোঝাই ট্রলি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় মুন্না মিয়া দৌঁড়ে ট্রলির উপরে ওঠে। ট্রলিটি সৈয়দপুর এলাকায় ব্রিজের উপরে উঠলে হঠাৎ করে ব্রিজটি ভেঙে ট্রলি খাদে পড়ে যায়। এতে ট্রলির উপর থাকা মুন্না মিয়া ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিল্লুর রহমান পলাশ/এএম/এবিএস