জাতীয়

পিপিপি`র বিল চূড়ান্ত করতে কমিটি গঠন

পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বিল-২০১৫ চূড়ান্ত করতে ৫ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির ১২তম বৈঠকে এই কমিটি গঠিত হয়। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে বৈঠকে কমিটির অন্য সদস্য মো. শামশুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, এডভোকেট জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম উপস্থিত ছিলেন।আরএস/আরআই