দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল বোঝাই একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।রোববার ভোরে তাকে আটক করা হয়। আটক হেলপার হামিদুল ইসলাম বগুড়ার শাহাজাহানপুর উপজেলার কৈগাড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে।বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার গোলাম মোস্তফা জানান, ভোর ৫টার দিকে একদল চোরাকারবারি ফেনসিডিল পাচার করছে এমন খবর পেয়ে ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে বাসুদেবপুর ক্যাম্পের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। ওই ট্রাকটি তল্লাশি করে ১ হাজার ০৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের হেলপারকে আটক করা হয়। আটক ফেনসিডিল ও ট্রাকের মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ ব্যাপারে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার গোলাম মোস্তফা।এমদাদুল হক মিলন/এএম/পিআর