ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের ঘর-বাড়ি ও মন্দিরে ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র করে পোস্ট দেয়ার অভিযোগে আটক রসরাজ দাসের (৩০) ফাঁসির দাবিতে রোববার দিনভর উত্তাল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা। এ সময় হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিক্ষোভকারীরা। এছাড়া অন্তত ১০টি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, হামলায় ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। এতে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে পুলিশ নয়জনকে গ্রেফতার করেছে।জেডএ/এমএস