দিনাজপুরের ফুলবাড়িতে শিশু ধর্ষণের অভিযোগে এলিন সরকার (২০) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রাতে ফুলবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এলিন সরকার উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ছায়বর রহমানের ছেলে।ফুলবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী বলেন, গত ২৭ অক্টোবর বিকেলে বখাটে যুবক এলিন, ৬ বছরের এক শিশুকে তার ঘরে ডেকে ধর্ষণের চেষ্ঠা করে। এ সময় শিশুটির চিৎকারে আশ-পাশের লোক ছুটে এলে শিশুটিকে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে গত রোববার ফুলবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর ওদিন রাতে ফুলবাড়ি বাজার থেকে বখাটে যুবক এলিন সরকারকে গ্রেফতার করা হয়।এমদাদুল হক মিলন/এএম/এবিএস