দেশজুড়ে

পাকুন্দিয়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৩৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৯৫৬ ভোট।অপর দিকে, ৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেছবা উদ্দিন (নৌকা)। নির্বাচনে ভোট গণনার পর জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম ফলাফল ঘোষণা করেন।এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।নূর মোহাম্মদ/এমএএস/এবিএস