দেশজুড়ে

সাদুল্যাপুরের ভিজিএফের ১০ বস্তা চাল আটক

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ভিজিএফের বরাদ্দকৃত ১০ বস্তা চাল আটক করেছে পুলিশ। এ সময় চালভর্তি রিকশা ও ভ্যানচালককে আটক করা হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ইদিলপুর ইউনিয়ন থেকে প্লাস্টিক ও চটের (৫০০ কেজি) ওজনের ১০ বস্তা চাল নিয়ে দুটি রিকশা ও ভ্যান ঢোলভাঙ্গা হয়ে পলাশবাড়ি উপজেলা শহরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালভর্তি রিকশা ও ভ্যান আটক করা হয়। পরে চালকদের আটক করে থানায় আনা হয়। আটক রিকশা ও ভ্যান চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানিয়েছেন, ইদিলপুর ইউনিয়নের জিয়া নামে এক ব্যক্তি ১০ বস্তা চাল ইদিলপুর থেকে পলাশবাড়িতে নিয়ে যেতে তাদের রিকশা ও ভ্যান ভাড়া করেন। ভ্যান চালকদের তথ্যমতে ওই জিয়াকে ধরার চেষ্টা চলছে বলেও জানান ওসি মো. মজিবুর রহমান।জিল্লুর রহমান পলাশ/এএম/এবিএস