জেএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবার এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২৫০টি কেন্দ্রে ছিল ২ লাখ ১১ হাজার ৬৫১ জন পরীক্ষার্থী। মঙ্গলবার জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৮ হাজার ৫২ জন। অনুপস্থিত ছিলো ৩ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, এবছর সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে জেএসসি পরীক্ষা। কোন কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে অনুপস্থিতির সংখ্যা আশংকাজনক। দিনাজপুর বোর্ডের অধীনে দিনাজপুর জেলায় ৫৫৭ জন, ঠাকুরগাঁও জেলায় ৩৯৪ জন, পঞ্চগড় জেলায় ২৯২ জন, রংপুর জেলায় ৫৮০ জন কুড়িগ্রাম জেলায় ৫৫৩ জন, লালমনির হাট জেলায় ২৮২ জন, নীলফামারী জেলায় ৪৭৯ ও গাইবান্ধা জেলায় ৫৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলেও জানান তিনি। এমদাদুল হক মিলন/এএম/এবিএস