ঝালকাঠির রাজাপুরের পশ্চিম কানুদাশকঠি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুলু বেগম (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপেক্ষর লোকজন। বুধবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় হামলাকারী সাফিয়া বেগম ও তার মেয়ে লাকি বেগমকে আটক করেছে পুলিশ। দুলু বেগম পশ্চিম কানুদাশকাঠি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে রান্নার চুলা তৈরির জন্য বাড়ির পাশের একটি নালা থেকে থেকে কাদামাটি নেয়া নিয়ে সাফিয়া বেগম ও তার মেয়ে লাকির সঙ্গে দুলু বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলু বেগমকে সাফিয়া বেগম, তার মেয়ে লাকি আক্তার, লাকির স্বামী মো. জামাল এবং সাহিদা বেগম ও তার স্বামী মো. সাহেব আলী দা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয়রা দুলু বেগমকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রাজাপুর থানার (ওসি/তদন্ত) মো. হারুন অর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুলু বেগমের স্বামী ও ছেলে চট্টগ্রামে থাকেন। দীর্ঘদিন ধরেই মামাতো বোন ও মামীদের সঙ্গে বিরোধ চলছিল তার। পূর্ব বিরোধ ও রান্নার চুলা তৈরির কাদামাটি নেয়া নিয়ে প্রতিপক্ষরা দুলু বেগমকে কুপিয়ে হত্যা করেছে।এ ঘটনায় মৃত নয়ন তালুকদারের স্ত্রী সাফিয়া বেগম ও তার মেয়ে লাখি বেগমকে আটক করা হয়েছে। নিহতের বোন লাইজু বেগম বাদী রাজাপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বরিশাল থেকে মৃতদেহ এনে মামলা করবে বলেও জানান ওসি (তদন্ত) হারুন অর রশিদ।মো. আতিকুর রহমান/বিএ