দেশজুড়ে

ভৈরবে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষ

ভৈরবের রসুলপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, নজরুল ( ৬০) , আলাল ( ৪৮), মো. মন্টু (২৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কিপিং বাড়ির নেতা ফজলুল হক এবং নোরার বাড়ির নেতা মুসলিম মিয়ার লোকজনের মধ্য বাজারের দোকানে যাওয়া-আসা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এ নিয়ে কয়েকদিন ধরে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের ২০ জন আহত হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর