দেশজুড়ে

দিনাজপুরে নির্যাতনে যুবককে হত্যার ঘটনায় মামলা

দিনাজপুরে ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে মঞ্জুরুল ইসলাম নামে এক যুবককে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় যুবলীগের নেতাকর্মীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার রাতে নিহতের বড় ভাই মতিউর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- যুবলীগ কর্মী ও জেলা সদরের খোদমাধবপুর এলাকার আব্দুল মতিনের ছেলে গোলাম মির্জা মামুন, একই দলের দক্ষিণ হরিরামপুর এলাকার ইউসুফ আলী মুন্সির ছেলে তারিকুল ইসলাম, যুবলীগ নেতা ও ৫নং উপশহর এলাকার আবুল হোসেনের ছেলে সিরাজুল সালেকিন রানা, একই এলাকার হুদা স্যারের ছেলে মুক্তার, সদরের দারাইল গ্রামের মমতাজ আলীর ছেলে আনারুল ইসলাম, একই এলাকার রজব আলীর ছেলে আরিফুল ইসলাম, ৩নং উপশহর এলাকার ইউসুফ আলীর ছেলে মিথুন, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের দারোয়ান সুজন, মহারাজা মোড় এলাকার সুপারি গ্রুপের শামীম, উপশহর এলাকার আরাফাত ও রিকো। কোতয়ালী থানা পুলিশের ওসি রেদওয়ানুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনার দুই দিন পর নিহতের বড় ভাই দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১১। ওসি আরো জানান, এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করে কোতয়ালী থানায় সোর্পদ করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- দিনাজপুর জেলা সদরের খোদমাধবপুর এলাকার আব্দুল মতিনের ছেলে গোলাম মির্জা মামুন (৩৫) ও ৩নং উপশহর এলাকার ইউসুফ আলীর ছেলে মিথুন (৩০)। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এমদাদুল হক মিলন/আরএআর/পিআর