লালমনিরহাটে নিউ বৈশাখী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের মিশনমোড়স্থ ক্লিনিকের প্যাথলজি বিভাগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ক্লিনিকের ৫টি কক্ষে থাকা রোগ নির্ণয়ের অত্যাধুনিক সকল যন্ত্রপাতি ও আসবাবপত্র ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও ক্লিনিক কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার ভোরে ক্লিনিকের প্যাথলজি বিভাগে হঠাৎ করে আগুন লাগলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী এসে প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।রবিউল হাসান/এএম/পিআর