দেশজুড়ে

ঝিনাইদহে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত

ঝিনাইদহে নির্মাণাধীন দোকানের দেয়াল চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। আহত সোহাগ (২২) শৈলকুপা উপজেলার আশাননগর গ্রামের শের আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের আরাপপুরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা সকাল থেকেই দোকন ভাঙার কাজ করছিল। দোকান ভাঙতে গেলে পাশের দোকানের দেয়াল ভেঙে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং অন্যজন আহত হয়। ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর