দেশজুড়ে

বীরগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের দায়ে দুইজনের সাজা

দিনাজপুরের বীরগঞ্জে ভোকেশনাল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার দায়ে দুইজনকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন ভ্রমাম্যমাণ আদালত।সাজাপ্রাপ্তরা হলেন, বীরগঞ্জ কাশীপুর গ্রামের ধীরেন্দ্র নাথ দাশের ছেলে ও বীরগঞ্জ টিবিএম কলেজে ল্যাব সহকারী গৌরাঙ্গ দাশ (৩০) ও পাল্টাপুর ইউনিয়নের মধুবনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ৯ম শ্রেণির ছাত্র এরশাদ হোসেন (২২)। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ সাজা দেন বীরগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন। বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ জানান, উপজেলার মহনপুর ইউনিয়নের চৌধুরীহাটে বীরগঞ্জ টিবিএম কলেজে ভোকেশনাল পরীক্ষা চলাকালে বীরগঞ্জ টিবিএম কলেজে ল্যাব সহকারী গৌরাঙ্গ দাশ (৩০) ও ৯ম শ্রেণির ছাত্র এরশাদ হোসেন (২২) প্রশ্নপত্র ফাঁস করেছে। গোপন সংবাদের ভিত্ততে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন উপস্থিত হয়ে প্রশ্নপত্র ফাঁস করার দায়ে তাদেরকে হাতে নাতে আটক করে। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেয়া হয়। এ ব্যাপারে টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান তাদেরকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছেন।এমদাদুল হক মিলন/এএম/পিআর