মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্পের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি-৪ এর এসির কমপ্রেসার বিস্ফোরণে আজমীর হোসেন নিপুল (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ওই প্রকল্পের সুপারভাইজার চীনা নাগরিক মি. লিপিং গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজমীর হোসেন নিপুল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগোদাই গ্রামের সাদিকুর রহমানের ছেলে।আহত ওই চীনা নাগরিককে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে বলে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানিয়েছেন।ওসি জানান, বৃহস্পতিবার বিকেলে কোম্পানি-৪ এর মিকচার রুমের নষ্ট এসি মেরামত করা হচ্ছিল। এ সময় এসির কমপ্রেসার বিস্ফোরণে ঘটনাস্থলেই নিপুল মারা যায় এবং মি. লিপিং গুরুতর আহত হয়।ভবতোষ চৌধুরী নুপুর/বিএ