দেশজুড়ে

ঝিনাইদহ কারাগারের জেলারকে শোকজ

কয়েদিদের সঙ্গে অসদাচরণ, মারপিট ও আদালতের রিলিজ আদেশ আটকে রেখে পরদিন আসামিদের মুক্তি দেয়ার অভিযোগে ঝিনাইদহ কারাগারের জেলার দিদারুল আলমকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দেয়া হয়েছে। রোববার বিকেলে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, শনিবার জুডিসিয়াল কনফারেন্সে ঝিনাইদহ জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম কারাগারের জেলারের বিরুদ্ধে কয়েদিদের সাথে অসদচারণ, মারপিট ও আদালতের রিলিজ আদেশ আটকে রেখে পরদিন আসামিদের মুক্তি দেয়ার অভিযোগ উত্থাপন করেন। অভিযোগের ভিত্তিতে জেলারের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ২৫ ধারার ক্ষমতাবলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্দেশ দেয়া হবে না এই মর্মে তাকে আগামী ৮ নভেম্বর সকাল ১০টায় সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।এ ব্যাপারে জেলার দিদারুল আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এসবের কোনো সত্যতা নেই। আহমেদ নাসিম আনাসারী/আরএআর/এবিএস