দেশজুড়ে

চাঁদপুরে ২ নম্বর সতর্কতা সংকেত

বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে ৬৫ ফুটের নিচে লঞ্চ ও ট্র্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতর থেকে এ সতর্ক সংকেত জারি করা হয়। বৈরী আবাহওয়ার কারণে বুধবার রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। প্রচন্ড বাতাসে উত্তাল হয়ে উঠছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী। বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও চাঁদপুর বন্দর কর্মকর্তা মোবারক হোসন জানান, ২ নম্বর সতর্ক সংকেতের কারণে ৬৫ ফুটের নিচের ছোট নৌ-যানগুলোকে চলাচল না করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলার চরাঞ্চল রুটে চলাচলকারী ট্রলারগুলোকে যাত্রী নিয়ে ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।বিএ/এমএস