ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজুর রহমান খানকে কালো পোশাকে প্রশাসনের লোক তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পারবারবর্গ। মঙ্গলবার ভোরে হাঁটতে বের হলে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।আজিজুর রহমান খানের ভাতিজা মো. খমিনুর রহমান খান জানান, দুপুর ১২টা পর্যন্ত তাকে বাড়িতে ফিরতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে চাকুলিয়া বটতলা নামক স্থানে একটি কালো রং এর মাইক্রোবাস দেখতে পান তিনি। ওই মাইক্রোবাসে ৪-৫ জন কালো পোশাকের লোক বসে ছিলেন। বাইরে ২ জন হাঁটাহাঁটি করছিল। আজিজুর রহমান ওই মাইক্রোবাসের কাছে আসা মাত্র আর তাকে দেখতে পায়নি। তিনি মাইক্রোবাসে উঠেছেন এবং নিজের ইচ্ছায় গেছেন ভেবে তখন কাউকে কিছু বলিনি।পরবর্তীতে থানায় ডায়রি করতে গেলে, থানা থেকে সাধারণ ডায়েরি গ্রহণ করেনি। বরং সেখান থেকে বলা হয়, আপনারাও খোঁজ করেন আমরাও খুঁজতে থাকি। না পেলে তখন ডায়েরি নেওয়া হবে বলেও জানান তিনি।এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ খবর শুনে বাড়িতে একজন কর্মকর্তা পাঠিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর